ভারত থেকে আসছে আলু-পেঁয়াজ, সংকট কাটবে

আলু ও পেঁয়াজ রপ্তানিতে ট্রাকের অনলাইন স্লট বুকিং একদিন বন্ধ রাখার পর আবার চালু করেছে ভারতের মেহেদিপুর স্থলবন্দর। ফলে আলু ও পেঁয়াজ আমদানি আবার শুরু হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ট্রাকের অনলাইন স্লট বুকিং একদিন বন্ধ রেখেছিল ভারতের বন্দরটি। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়।

দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় ভারতীয় পেঁয়াজ বোঝাই ৫১টি ট্রাক এবং আলু বোঝাই নয়টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। এছাড়া তিন শতাধিক ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় মোহদীপুরে অপেক্ষা করছে। ৫১টি ট্রাকে প্রায় এক হাজার ২০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।
Potato Onion Import 2
অপরদিকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে সড়কপথে চলাচলের একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ বন্দরটি দিয়ে পাথরের পাশাপাশি এবার ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চালগুলো আমদানি করা হয়।

আবুল কালাম আজাদ বলেন, মূলত পাথরের ওপর নির্ভরশীল এ বন্দর। প্রতিদিন প্রচুর পাথর আমদানি হয়। এর মধ্যে আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারি অনুমোদন সাপেক্ষে এ বন্দর দিয়ে বিভিন্ন সামগ্রী আমদানি হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো সিঅ্যান্ডএফ এজেন্ট পহর ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানি করেছে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!