ভারতের সাথে টাগবোট কেনার চুক্তি বাতিল

ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে করা ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ । শুক্রবার (২৩ মে) ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, কলকাতা-ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রায় ১৮০ কোটি রুপি মূল্যের একটি টাগবোট সরবরাহ করার কথা ছিল।

গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এর পরপরই বাংলাদেশ নৌবাহিনীর জন্য টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়—এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চল ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন এবং এই এলাকার জন্য বাংলাদেশকে সমুদ্রপথের একমাত্র অভিভাবক হিসেবে আখ্যা দেন। পাশাপাশি তিনি চীনকে ওই অঞ্চল ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব দিলে, এর জবাবে ভারত তাদের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, বাংলাদেশ সরকার কলকাতা-ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর সঙ্গে প্রায় ১৮০ কোটি রুপির একটি চুক্তি বাতিল করেছে। প্রতিষ্ঠানটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এবং মূলত জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে। এনডিটিভির তথ্য অনুযায়ী, জিআরএসই ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্যও কাজ করে থাকে। কোম্পানিটি ভারতের পুঁজিবাজারকে জানিয়েছে, বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।

গত বছরের জুলাই মাসে ভারতীয় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি টাগ বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি ছিল ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে হওয়া ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তার প্রথম বড় ক্রয়াদেশ। ভারতীয় এই ঋণের আওতায় বাংলাদেশে আরও কিছু অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেগুলোর কাজ শুরু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে। ইটিভি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত আট বছরে ভারত ‘লাইন অব ক্রেডিট’-এর মাধ্যমে বাংলাদেশকে প্রায় ৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!