১২৩৮ কোটি টাকা ক্ষতি: বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে অনুসন্ধান

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ পাঁচ ব্যাংকের ১ হাজার ২৩৮ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাংক। ৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনি সই করা এই সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি থেকে মোট ১ হাজার ৭৭৫ কোটি টাকা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেছে। তার মধ্যে ১ হাজার ২৩৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। ব্যাংকিং বিধিবিধান লঙ্ঘন করে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হবে। অভিযোগগুলো অনুসন্ধান করবে দুদকের মানি লন্ডারিং অনুবিভাগ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!