বেনাপোল রেলপথে আমদানি কমছে ২৯ হাজার টন

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে রেলপথে আমদানি ২০২৪-২৫ অর্থবছরে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ৪১ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল, পরের অর্থবছরে তা ২৯ হাজার মেট্রিক টন কমে যায়।

ব্যবসায়ীদের অভিযোগ, ৫ আগস্টের পর একাধিকবার বাণিজ্যে নিষেধাজ্ঞা এবং দুর্বল রেল অবকাঠামোর প্রভাবেই এ সংকট সৃষ্টি হয়েছে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, অবকাঠামো উন্নয়নের কাজ চলমান।

বেনাপোল বন্দর ব্যবহারকারীদের মতে, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় ভারত সঙ্গে রেল ও সড়কপথে প্রধানত এই বন্দর দিয়েই আমদানি-রপ্তানি হয়। তবে গত বছর ৫ আগস্টের পর থেকে ভারত সরকার একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ায় ব্যবসায়ীরা নিয়মিতভাবে পণ্য আনতে পারছেন না। রেলে রপ্তানির নির্দেশ থাকলেও তা এখনো কার্যকর হয়নি। পাশাপাশি বেনাপোল রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ না হওয়ায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। এসব প্রতিবন্ধকতার কারণে ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মাত্র ১,২৯৬টি ওয়াগনে ১২ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যেখানে আগের অর্থবছর ২০২৩-২৪ সালে আমদানির পরিমাণ ছিল ৪১ হাজার মেট্রিক টন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্বল রেল অবকাঠামোর কারণে পণ্য খালাসে বিঘ্ন ঘটছে, কারণ রেলস্টেশনে এখনো কোনো ইয়ার্ড নির্মিত হয়নি। তিনি আরও বলেন, দুই বছর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেলে রপ্তানির অনুমতি দিলেও তা কার্যকর হয়নি। তাঁর মতে, রেলে রপ্তানি শুরু হলে পরিবহন ব্যয় কমবে এবং ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পাবেন।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, বর্তমানে ভারতের নিষেধাজ্ঞার কারণে সুতাসহ গুঁড়ো দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড, মাছ ও তামাকের আমদানি বন্ধ রয়েছে। একইভাবে রপ্তানি স্থগিত রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাব ও ফলমূল।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, রেলের শেড নির্মিত হলে বন্দরের চাপ কমবে এবং ব্যবসায়ীরা পণ্য খালাস ও পরিবহনে আরও সুবিধা পাবেন।

**অতিরিক্ত শুল্ক ,বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধ
**ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কমেছে
**তিন মাসে রাজস্ব আদায় কমেছে ২৩৯.৪২ কোটি টাকা
**ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ
**বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
**বেনাপোলে শত কোটি টাকার হোমিও ওষুধ জব্দ
**বেনাপোলে চাপ কমাতে ভোমরায় আমদানি উন্মুক্ত
**বেনাপোলে কমবে যানজট ও পণ্যজট, বাড়বে রাজস্ব
**বেনাপোল বন্দর-কাস্টমসে সবই অনিয়ম
**বেনাপোল দিয়ে দুইদিনে ফল এসেছে ১২০ ট্রাক
**চাকার স্লাবে শুল্ক, বেনাপোলে রাজস্ব কমছে
**বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে আসছে ভারতীয় পোশাক
**বেনাপোলের ২৫ কোটি টাকার চুরির কাপড় উদ্ধার
**টানা ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
**এক বছরে বেনাপোলে যাত্রী চলাচল অর্ধেকে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!