বেনাপোলে ২.৫০ কোটি টাকার পণ্য জব্দে তদন্ত কমিটি

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়কে কাগজপত্র ছাড়াই আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে শুল্ক ফাঁকি দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা এখনও শনাক্ত হয়নি। বন্দর সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর রাতে বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাকের পণ্য গোপনে আরেকটি বাংলাদেশি ট্রাকে খালাস করা হয়।

খালাসকৃত পণ্যবাহী ট্রাকটি বেনাপোল বন্দরের বাইপাস সড়কে চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটক করে। ট্রাকটি বেনাপোল বিওপিতে নিয়ে তল্লাশি করে ১,৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রি-পিস, মোটরসাইকেলের দুইটি টায়ার, ১০,৬৯৩ পিস ওষুধ, ৭৪,৪৫৫ পিস কসমেটিকস এবং একটি কার্গো ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা।

বন্দর পরিচালক শামীম রেজা বলেন, ‘সিসি ক্যামেরার বাইরে রাতের আঁধারে পণ্য খালাস করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ট্রাকটি আটক করে। তদন্ত শেষে কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে কারা এ ঘটনায় জড়িত।’ তিনি আরও জানান, সিন্ডিকেটের এ ধরনের কার্যকলাপে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।

অন্যদিকে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বন্দরে এ ধরনের একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বন্দর, কাস্টমস ও আনসারের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে পণ্য পাচার করে আসছে। পরিচ্ছন্ন ব্যবসায়ীরা এতে আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন কথা বলতে রাজি হননি।

** বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি, তদন্তে এনবিআর-মন্ত্রণালয়
** কসমেটিকস আমদানিতে জালিয়াতি, চলছে রাজস্ব ফাঁকি
** বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে আসছে ভারতীয় পোশাক
** ঘুস নিয়ে শুল্ক ছাড়াই পণ্য ছাড়, দুদকের অভিযান
** বেনাপোল বন্দরে ৬৭৪ ম্যানিফেস্টের তথ্যে অনিয়ম
** অতিরিক্ত শুল্ক ,বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধ
** এক বছরে বেনাপোলে যাত্রী চলাচল অর্ধেকে
** বেনাপোলের ২৫ কোটি টাকার চুরির কাপড় উদ্ধার
** বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে আসছে ভারতীয় পোশাক
** চাকার স্লাবে শুল্ক, বেনাপোলে রাজস্ব কমছে
** বেনাপোল দিয়ে দুইদিনে ফল এসেছে ১২০ ট্রাক
** বেনাপোল বন্দর-কাস্টমসে সবই অনিয়ম
** বেনাপোলে শত কোটি টাকার হোমিও ওষুধ জব্দ
** ভারতের সঙ্গে ৩ স্থলবন্দর বন্ধ, ১টি স্থগিতের সিদ্ধান্ত

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!