বিস্কুট, তেল, আটা-ময়দা, এলপি গ্যাসে ভ্যাট অব্যাহতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হঠাৎ কিছু পণ্যের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিস্কুট, লবণ, শর্ষে তেল, আটা, ময়দা, এলপি গ্যাসসহ অন্যান্য পণ্য। কিছু পণ্যের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) এনবিআর এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।
Vat page 001

এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। শর্ষে তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা নেই।

Vat page 002
এ ছাড়া দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো হলো বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল–জাতীয় খাদ্যশস্য।
Vat page 003
শর্ত সাপেক্ষে এলপি গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যারা নিজে আমদানি করে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন, তারা এই ভ্যাট অব্যাহতি সুবিধা পাবেন না। এসব পণ্যের ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে ব্যবসায়ীদের কিছু বিধিবিধান মেনে চলতে হবে, যেমন ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্টার সংরক্ষণ এবং মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!