বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থগিত

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের কার্যক্রম অর্নিদিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (১৭ মে) অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ এবং সম্প্রতি জারীকৃত অধ্যাদেশ এর তুলনামূলক পর্যালোচনা এবং এর পরিপ্রেক্ষিতে কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্ভূত উদ্বেগ নিরসন অতীব জরুরি বলে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন মনে করে।

WhatsApp Image 2025 05 17 at 3.15.31 PM

উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের উভয় অনুবিভাগের সিনিয়র সদস্যদেরকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্যরা এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের সদস্যদের পরামর্শে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের নির্বাহী কিমিটির বর্ধিত সভাটি মূলতবী করা হলো। একইসাথে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!