বিসমিল্লাহ গ্রুপের ৪ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাংক খাতে আলোচিত বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলা আবার নতুন করে সামনে এসেছে। সোমবার (১১ আগস্ট) প্রিমিয়ার ব্যাংকের আবেদনের ভিত্তিতে ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান গ্রুপটির চার পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞার মধ্যে আছেন বিসমিল্লাহ গ্রুপের এমডি খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তার বাবা শফিকুল আনোয়ার চৌধুরী, মা সরোয়ার জাহান এবং স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিব। খাজা সোলেমানের বাবা ও মা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিসমিল্লাহ গ্রুপের কাছে ২০১৩ সালের মধ্যে সুদসহ প্রিমিয়ার ব্যাংকের পাওনা ছিল ৭৫ কোটি ৬১ লাখ টাকা। অনারোপিত সুদ যোগ করলে মোট পাওনা আরও বেশি। ২০১৩ সালে ব্যাংক ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করেন।

বিসমিল্লাহ গ্রুপ ২০১২ সালে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকসহ পাঁচটি ব্যাংক থেকে মোট এক হাজার ১৭৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। তোয়ালে রপ্তানির আড়ালে এই অর্থের বেশির ভাগই পাচার করা হয়। এর মধ্যে জনতা ব্যাংক থেকে সর্বোচ্চ ৫২৬ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ২০২১ সালে ব্যাংকটি ওই ঋণ ১০ বছরের জন্য পুনঃতপশিল করে। কিন্তু কিস্তি না দেয়ায় পরবর্তীতে আবার ঋণটি খেলাপি হয়ে যায়।

জানা গেছে, ২০১২ সাল থেকে বিসমিল্লাহ গ্রুপের কর্ণধারসহ গ্রুপের কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তাদের বিরুদ্ধে দণ্ড দেয়া হয়েছে। গ্রুপের সামান্য বন্ধকি সম্পত্তিগুলো অন্যদের নামে হস্তান্তর বা বিক্রি করার চেষ্টা চলছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গতকাল প্রিমিয়ার ব্যাংক চার পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!