শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদে দ্বাদশ সংসদ সদস্যদের জন্য আমদানি করা ৩০টি গাড়ি সরকারকে হস্তান্তর করা হচ্ছে। নিলামে সন্তোষজনক দাম না পাওয়ায় এগুলো সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর মিলনায়তনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এনবিআর চেয়ারম্যান বলেন, এসব গাড়ি (সাবেক এমপিদের আনা গাড়ি) সরকারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার এগুলো ব্যবহার করবে। এসব গাড়ি জনপ্রশাসনের পরিবহন পুলে যাবে। সেখান থেকে সরকারের যারা ব্যবহার করার, সেখানে যাবে। তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, এগুলো যখন নিলাম করলাম, খুবই অল্প দাম পেয়েছি। এখন নিলামের টাকাটা সরকারি কোষাগারে আসবে। আবার সরকারকেই এসব গাড়ি অনেক দাম দিয়ে কিনতে হবে। তাই জাতীয় স্বার্থ চিন্তা করে ৩০টি গাড়ি সরকারের পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
দ্বাদশ সংসদ নির্বাচনের পর তৎকালীন সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করেছিলেন। তবে সরকারের পরিবর্তনের পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং এনবিআর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে। ফলে সাবেক সংসদ সদস্যরা আর বন্দর থেকে এসব গাড়ি ছাড়াননি।
সাবেক সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় মোট ৫১টি গাড়ি আমদানি করেছিলেন। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আগে–পরে সাতটি গাড়ি ছাড়িয়ে নেওয়া হয়। অবশিষ্ট গাড়ির মধ্যে ২৪টি গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমস প্রথমবার নিলামে তোলে। নিলামে অংশগ্রহণকারীরা গাড়িভেদে সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর প্রস্তাব করেন। তবে ১০টি গাড়ির জন্য কোনো দর জমা পড়েনি। অথচ প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। এ কারণে নিলামে কোনো গাড়িই বিক্রি হয়নি। এখন সেগুলো সরকারের মালিকানায় যাচ্ছে।
** ‘সংসদ সদস্যদের দামি গাড়ি বিক্রিতে নতুন সিদ্ধান্ত’
** শুল্কমুক্ত ২৪ গাড়ি হাতিয়ে নিতে সিন্ডিকেটের ফাঁদ
** আবার নিলামে উঠবে এমপিদের ৩০ গাড়ি
** দশবার নিলামেও বিক্রি হয়নি ৪৪ ‘ভিআইপি’ গাড়ি
** শুল্ক সুবিধায় আনা দামি গাড়ি পড়ে আছে রাস্তায়