রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে পাইলটসহ ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া, উদ্ধারকাজে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন সদস্য, পুলিশের একজন সদস্য ও ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত অবস্থায় বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিএমএইচসহ সংশ্লিষ্ট সব সংস্থা নিরলসভাবে কাজ করছে।
সিএমএইচে প্রয়োজনীয় অনুসন্ধানের জন্য ০১৭৬৯০১৪৫৩৮ নম্বরে যোগাযোগ করার কথা জানানো হয়।