বিমান টিকেটে আবগারি শুল্ক বাড়ছে, বাড়বে দাম

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকেটের আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে। যার ফলে টিকেটের দাম বাড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর শর্তানুযায়ী, ভ্যাট খাতের কয়েকটি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার মধ্যে বিমান টিকেটের আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে। তবে এনবিআর বলছে, বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেটে আবগারি শুল্ক যৌক্তিকীকরণ ও বৈষম্য নিরসনে আবগারি শুল্ক বাড়ানো বা সমহার করা হচ্ছে।

এনবিআরের প্রতিবেদন বলছে, চলতি বছর ব্যাংক খাতে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। কিন্তু বিমান টিকেটে গত কয়েক বছর ধরে আবগারি শুল্ক বাড়ানো হয়নি। ব্যাংক খাতে আর্থিক নিরাপত্তা ও বাধ্য হয়ে মানুষ টাকা রাখে। তার উপর প্রায় সব হিসাবধারীকে আবগারি শুল্ক দিতে হয়। কিন্তু বিদেশ ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে নয়—কখনো কর্মের, আবার কখনো ভ্রমণের জন্য যেতে হয়। ফলে বিমান টিকেটে আবগারি শুল্ক বাড়ানো প্রয়োজন বলে মনে করে এনবিআর। শুধু বাড়ানো নয়, কিছু ক্ষেত্রে যৌক্তিকীকরণ করার প্রস্তাব করা হয়েছে। সেজন্য এনবিআরের প্রতিবেদনে ‘দি এক্সাইজ অ্যান্ড সল্ট এক্ট, ১৯৪৪’ সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদন বলছে, অভ্যন্তরীণ রুট ও সার্কভূক্ত দেশের বিমান টিকেটে ৫০০ টাকা হারে আবগারি শুল্ক দিতে হয়। এটা যৌক্তিকীকরণ করা প্রয়োজন। সেজন্য অভ্যন্তরীণ রুটে ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা ও সার্কভূক্ত দেশে বর্তমানের দ্বিগুণ বাড়িয়ে এক হাজার টাকা করা হচ্ছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা এবং ইউরোপের দেশগুলোতে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হচ্ছে। আবগারি শুল্ক বাড়ার ফলে টিকেটের দাম বাড়তে পারে।

এনবিআরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ছয়মাসে বিমান টিকেট থেকে বাড়তি প্রায় ৩০০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে। বিমান টিকেটে র্দীঘদিন আবগারি শুল্ক বাড়ানো হয়নি। এছাড়া কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক রুটের টিকেটে আবগারি শুল্কের কিছুটা বৈষম্য ছিলো। যা দূর করতে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। তবে সম্প্রতি এনবিআর হজযাত্রীদের বিমান টিকেটের ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!