বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ী আবগারি শুল্কে ছাড়

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ী আবগারি শুল্কে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি আকাশপথে ভ্রমণের ওপর দূরত্বভেদে আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। তবে, আবগারি শুল্ক আদায়ে জটিলতা সৃষ্টি হওয়ায়, ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত শুল্ক আদায়ে অব্যাহতি দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

টিকিটের দামের মধ্যে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে, যা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে টিকিট বিক্রির সময় আদায় করে। পরবর্তীতে, আদায় করা আবগারি শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এয়ারলাইনস কর্তৃপক্ষ ছয় মাস আগে থেকে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করে, তবে আবগারি শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে বিক্রি হওয়া টিকিটে পূর্বের শুল্ক কেটে রাখা হয়, আর বিক্রি হওয়া নতুন টিকিটে বাড়তি শুল্ক আদায় করা সম্ভব হয় না।

CamScanner 02 24 2025 17.05 page 001
এসব জটিলতা জানিয়ে সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে, এনবিআর ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ইস্যু হওয়া বিমান টিকিট বা বহির্গমনকৃত যাত্রীদের কাছ থেকে আবগারি শুল্ক আদায়ে ছাড় প্রদান করেছে।

৯ জানুয়ারি এনবিআর আকাশপথে ভ্রমণের জন্য আবগারি শুল্ক বৃদ্ধি করেছে। এর মধ্যে, অভ্যন্তরীণ পথে বিমানযাত্রায় শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে; সার্কভুক্ত দেশ ভ্রমণে শুল্ক ৫০০ টাকা থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছে এবং সার্কভুক্ত দেশের বাইরে (এশিয়া) ২ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা হয়েছে। এছাড়া, ইউরোপ ও আমেরিকা ভ্রমণে আবগারি শুল্ক ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

** বিমান টিকিট সিন্ডিকেট, দাম বেড়েছে ৫০ শতাংশ
** বিমান টিকিট বুকিংয়ে পাসপোর্ট কপি লাগবে
** বিমান টিকেটে আবগারি শুল্ক বাড়ছে, বাড়বে দাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!