নিজস্ব প্রতিবেদক: আগে বিমানের সিটের নিচে, সিটের ভেতরে লুকানো অবস্থায় স্বর্ণ উদ্ধার হয়েছে। এবার বিমানের সিটের পেছনে লুকানো অবস্থায় প্রায় পৌনে আট কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ছয় কোটি টাকা। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই স্বর্ণ উদ্ধার করেছে। কাস্টমস গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ওমান থেকে চোরাচালানের মাধ্যমে বিমানে চট্টগ্রাম হয়ে দেশে স্বর্ণ আসবে এমন তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরই ভিত্তিতে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্তক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা। শুক্রবার রাতে ওমানের মাসকট থেকে ওয়াই ডব্লিউ-৩১৩ বিমান বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিমানে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বিমানের ৩৫এফ সিটের পেছনে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় লুকানো অবস্থায় চারটি দন্ডাকৃতির বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তা উদ্ধার করে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খুলে তাতে ৬৪ পিস স্বর্ণবার পাওয়া যায়। প্রতি পিস স্বর্ণের ওজন ১১৬ গ্রাম করে স্বর্ণের মোট ওজন সাত কেজি ৪২৪ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা।
রাজস্ব কর্মকর্তা বলেন, স্বর্ণের বারগুলো সিটের পেছনে লুকানো অবস্থায় ছিলো। এটা আমাদের নতুন উদ্ভাবন। আমরা সব সময় সিটের নিচে বা লাইফ জ্যাকেটে স্বর্ণ পাই। এবার সিটের পেছনে পেয়েছি, যেখানে যাত্রীরা হেলান দেয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
***