বিমানের সিটের নিচ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা এই স্বর্ণ উদ্ধার করেছেন। সহকারী কমিশনার ইনজামাম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
Untitled design 2025 02 14T191231.784
তিনি জানিয়েছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় সিলেট ভ্যাট কমিশনার। এরই ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা সর্তক অবস্থান নেন। দুপুর ১২টায় দুবাই থেকে আগত বিজি২৪৮ বিমান তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবিহীন একটি ফাঁকা সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় এক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ইনজামাম উল হক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!