বিমানের পাইপে মিললো পৌনে দুই কেজি সোনা

বার্তা প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচে পাইপের ভেতর থেকে প্রায় পৌনে দুই কেজি ওজনের ১৬টি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। রোববার রাতে (১১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এই স্বর্ণবারগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

DCH Gold 01

কর্মকর্তারা জানিয়েছেন, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সোনা চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউসের কমিশনার। এরই প্রেক্ষিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা সর্তক অবস্থান নেন। সকাল ৬টা ৩৮ মিনিটে দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রিভেন্টিম টিমের সদস্যরা জানতে পারে এই ফ্লাইটে সোনা এসেছে।

DCH Gold 03

এই তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেইটে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৬টা ৩৮ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর‌্যন্ত প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালানো হয়। পরে তল্লাশির এক পর্যায়ে বিমানের ১৭-জে ও ১৯-জে সিটের নিচের পাইপের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৬টি সোনার বার জব্দ করা হয়। যার মোট ওজন এক কেজি ৮৫৬ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। কাস্টমস আইন অনুযায়ী মামলা করা হয়েছে এবং সোনার বারগুলো কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

####

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!