বার্তা প্রতিবেদক: বিমানের ওয়াশ রুমের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ৪ কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার মূল্য প্রায় তিন কোটি ২৪ লাখ টাকা। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই সোনা উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে সোনা চোরাচালানের আমরা তথ্য পাই। এরই ভিত্তিতে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ১০নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।
দুপুর ১২টা ৩২ মিনিটে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২৮ (আকাশ বীণা) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে কাস্টমস গোয়েন্দা দল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিমানের ভিতরে প্রবেশ করেন। গোপন তথ্যানুযায়ী বিমানের ওয়াশ রুমের ভিতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম (প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম)। বাজারমূল্য তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং কাস্টমস আইন, ১৯৬৯ এর বিধান অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মহাপরিচালক।
###