বিমানযাত্রী আর টয়লেটে মিললো ২৬ কোটি টাকার সোনা

বার্তা প্রতিবেদক: সিলেট হযরত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত চার যাত্রী ও বিমানের টয়লেট থেকে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার স্বর্ণ আটক করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই সোনা আটক করেছে। একইসঙ্গে চোরাচালানে জড়িত চার যাত্রীকেও আটক করা হয়েছে।

Gold 04

কাস্টমস গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন জানিয়েছেন, সিলেট দিয়ে স্বর্ণ চোরাচালান হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সর্তক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা দল। সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি ২৪৮ হযরত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে আগত চার যাত্রীকে নজরদারি করা হয়। চার যাত্রী হলেন-মোহাম্মদ হাবিবুর রহমান, মো. সানু মিয়া, মো. আক্তারুজ্জামান ও মিশফা মিয়া। তথ্যের ভিত্তিতে ওই চার যাত্রীর সিটের নিচে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

Gold

পরে তাদের সিটের নিচ থেকে ১০টি স্বর্ণবারের বান্ডেল আটক করা হয়। এছাড়া বিমানের টয়লেট থেকে চারটি বান্ডেল ও ছয়টি স্বর্ণের ডিম (লিকুইড গোল্ড) উদ্ধার করা হয়। আটক করা স্বর্ণের মধ্যে রয়েছে ২৮০টি স্বর্ণবার ও দেড় কেজি ওজনের ছয়টি স্বর্ণের ডিম। যার মোট ওজন ৩৪ দশমিক ১৫ কেজি, আনুমানিক বাজারমূল্য ২৬ কোটি ৫০ লাখ টাকা। আটক করা স্বর্ণগুলো সিলেট ভ্যাট কমিশনারেটের মূল্যবান গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আটক করা স্বর্ণ ও চার যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান মিনহাজ উদ্দিন।

***

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!