বিমানবন্দরে দুই লাখ ৩০ হাজার ডলারসহ দুই যাত্রী আটক

বার্তা প্রতিবেদক: ঘোষণা ছাড়াই ২ লাখ ৩০ হাজার ৫০০ ডলার ‍বিদেশে নেয়ার সময় দুই যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা পৃথকভাবে তাদের আটক করেছেন। আটক দুই যাত্রী হলেন-মাহমুদা ফিরোজ ও মেহমেত রেমজি। মাহমুদা ফিরোজ বাংলাদেশি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আর মেহমেত রেমজি তুরস্কের নাগরিক। তিনি তুরস্কে যাচ্ছিলেন।ঢাকা কাস্টম হাউসের মো. সানোয়ারুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

Karanci DCH 2

তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাহমুদা ফিরোজ নামের যাত্রীকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি এমিরেটস এয়ারলাইনের ইকে-৫৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন। একই দিন রাত সাড়ে ৯টার দিকে মেহমেত রেমজি নামের যাত্রীকে বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে দুই লাখ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন।

Karanci DCH 3

তিনি আরও বলেন, কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়াই এই দুই যাত্রী মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে জব্দ করা ডলার কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। দুই যাত্রীর বিরুদ্ধে পৃথক দুটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানায় ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। দুজনকে ইতিমধ্যে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!