বিনিয়োগবান্ধব বাজেট চান ব্যবসায়ীরা

অন্তর্বর্তীকালীন সরকারের আসন্ন জাতীয় বাজেটটি যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়—এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর কাঠামো এমনভাবে গড়ে তোলার আহ্বান এসেছে, যাতে নিয়মিত করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। কারণ, প্রায়শই দেখা যায়, নিয়মিত করদাতারাই বারবার চাপের মুখে পড়েন। নতুন বাজেটে যেন এ প্রবণতা থেকে সরকার সরে আসে—এ দাবি তোলা হয়েছে। যৌক্তিক হারে কর নির্ধারণ এবং হয়রানিমুক্ত করসেবা নিশ্চিত করা গেলে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, অন্যদিকে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আগামী ২০২৫–২৬ অর্থবছরের বাজেট সামনে রেখে রোববার ( ১৩ এপ্রিল ) এক আলোচনা সভায় অর্ন্তবর্তী সরকারের কাছে এসব দাবি তুলে ধরেছেনে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছোট–বড় প্রায় সব খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথভাবে এ আয়োজন করেছে ঢাকা চেম্বার, সমকাল ও চ্যানেল– ২৪ । ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ সভা পরিচালনা করেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ও মীর নাছির হোসেন প্রমুখ। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ মডেলেই এগুতে হবে সরকারকে। বিনিয়োগ ও বাণিজ্য যদি না বাড়ে তাহলে রাজস্ব আহরণ বাড়বেনা। জিডিপির অনুপাতে করের হিস্যার যে ব্যবধান সেটা কোন দিন কমবেনা। বর্তমান বাস্তবতার করুণ উদাহরণ হিসেবে তিনি বলেন, বর্তমানে জিডিপির মাত্র শুন্য দশমিক ৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি ঋণ (এফডিআই)। এ বাস্তবতায় কর কাঠামো বিনিয়োগ সহায়ক হতে হবে।

আলোচনায় আবদুল আউয়াল মিন্টুও আগামী বাজেট ব্যবসা সহায়ক হওয়ার পক্ষে কথা বলেন। তিনি বলেন, এমন বাজেট চাই যাতে ব্যবসা–বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকান্ড বাড়ে, উৎপাদন বাড়ে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করা যায়। রপ্তানি বৃদ্ধির সামর্থ্যও বৃদ্দি পায়। এরকম একটি সহায়ক পরিবেশের জন আগামী বাজেটে নীতি সহায়তা চান তারা।

মীর নাছির হোসেন বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার সংকোচনমূলক মুদ্রানীতিকে কঠোর থেকে আরও কঠোর করছে। একারণে ব্যবসা ব্যয় বাড়ছে। গ্যাস–বিদুতের সরবরাহ , জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কৃচ্ছতা কেবল বেসরকারি খাতের জন্য নিলেই হবেনা। সরকারের মধ্যেও কৃচ্ছতা প্রয়োজন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!