বিক্ষোভ ঘিরে সচিবালয়ে কঠোর নিরাপত্তা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। পাশাপাশি সচিবালয়ের সামনে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ে শুধু কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন না। এর আগেই, গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ দুপুর ১২টার দিকে।

দাবি আদায়ে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজও বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছেন তাঁরা। পাশাপাশি, দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদেরও একই ধরনের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এ আন্দোলনকে আরও সংগঠিত করতে সচিবালয়ে কর্মরত সব কর্মচারী সংগঠন মিলে গঠিত হয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’, যার ব্যানারে ভবিষ্যতের কর্মসূচি পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!