টোল প্লাজায় দীর্ঘ লাইনে অপেক্ষা, ভাঙা টাকার ঝামেলা আর হর্নের শব্দ—এভাবেই যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে প্রতিদিনের চিত্র দেখা যেত। এখন আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে এই ঝামেলা দূর করা হচ্ছে। ফ্লাইওভারের আরএফআইডি লেনে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করা যায়, ফলে অফিসগামী, শিক্ষার্থী ও জরুরি সেবার গাড়িগুলোর মূল্যবান সময় বাঁচছে। শুধু সময়ই নয়, এই পদ্ধতি পরিবহন ব্যবস্থায় এবং যাত্রীদের আস্থার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে বিকাশের আরএফআইডি সেবা পুরো সমাধান দিচ্ছে। গাড়ির উইনশিল্ডে লাগানো আরএফআইডি স্টিকারটি টোল পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়, ফলে গাড়ি থামানো ছাড়াই টোল পয়েন্ট অতিক্রম করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে টোল আদায় হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, ম্যানুয়ালি অর্থাৎ হাতে টাকা নিয়ে টোল আদায় করলে ঘণ্টায় বড়জোর ৩০০ থেকে ৪০০ গাড়ি পারাপার করা সম্ভব। আর স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে এর চার গুণ বেশি যান পারাপার সম্ভব। এতে যানজট কমানোর পাশাপাশি সেতু ও সড়কের পুরোপুরি সক্ষমতা ব্যবহার সম্ভব।
ফ্লাইওভার ব্যবহারকারীরা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আরএফআইডি স্টিকার পেয়েছেন। তারা বিকাশের মাধ্যমে টোল পরিশোধ করে নির্বিঘ্নে যাতায়াত করছেন। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী গণপরিবহনের চালক নিয়ামত এই ডিজিটাল টোল পেমেন্ট ব্যবস্থা ‘ভিআইপি সুবিধা’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, আগে টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে ক্যাশে টোল দিতে হতো, কিন্তু এখন বিকাশ থেকে সরাসরি টোল কেটে নেওয়া হয়। গাড়ি থামানো ছাড়াই যাতায়াত করতে পারায় নিজেকে ভিআইপি মনে হচ্ছে।
সবাইকে ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আরএফআইডি ব্যবহারে উৎসাহিত হতে আহ্বান জানিয়ে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের হেড অব অপারেশন মো. নাইফ উদ্দিন খান বলেন, আরএফআইডি ব্যবহারের ফলে লাইন কমছে, গতি বাড়ছে। বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফ্লাইওভারে আরএফআইডি টোল পেমেন্ট ব্যবহারকারীদের যেমন উপকার করছে তেমনি আমাদের টোল ব্যবস্থাপনাকেও সহজ করছে।
শুধু বাস, ট্রাক, কার-ই নয়, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ স্ক্যান সুবিধা। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে মোটরসাইকেল ব্যবহারকারীরা বিকাশ অ্যাপ থেকে আরএফআইডি রেজিস্ট্রেশন করলে তাদের বাইকের জন্য স্ক্যান স্টিকার দেওয়া হয়। এই স্টিকারযুক্ত মোটরসাইকেল সহজেই স্ক্যান করে পেমেন্ট দিয়ে যাতায়াত করতে পারছেন। বিকাশ-এ রেজিস্ট্রেশন করে নিয়মিত স্ক্যান করে ডিজিটাল টোল দিয়ে যাতায়াত করেন আহমেদ জায়ান। তার মতে বিকাশ অ্যাপ থেকে টোল দিতে পারাটা খুবই সহজ সমাধান। সারাদিন যাতায়াত করি এই ফ্লাইওভার দিয়ে। বারবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, খুচরা টাকা দিয়ে টোল দেওয়া খুবই অস্বস্তির। এখন স্ক্যান করে বিকাশ থেকে সরাসরি পেমেন্ট করে দেই।
বিকাশ অ্যাপ থেকে আরএফআইডি রেজিস্ট্রেশন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের বিভিন্ন স্থানে থাকা বুথের পাশাপাশি, বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করেও আরএফআইডি রেজিস্ট্রেশন করা যায়। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়। ওটিপি যাচাই করে নিশ্চিত করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এরপর নিকটস্থ রেজিস্ট্রেশন বুথ থেকে আরএফআইডি স্টিকার সংগ্রহ করতে হবে।
একইভাবে, বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করে অ্যাড ট্রিপ অপশন থেকে ‘পে উইথ বিকাশ’ নির্বাচন করতে হবে। এরপর ট্রিপ সংখ্যা, বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করা যায়।