দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ২০২৪ সালে রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। এই বছর প্রথমবারের মতো তাদের আয় ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বছরের শেষে ৩১৫ কোটি ৭৭ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা বিকাশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (৩০ এপ্রিল) বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২৪ সালে বিকাশের মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫,০৫৮ কোটি টাকা। একই সময়ে ব্র্যাক ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানের নিট মুনাফা ২০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।
বিকাশ- এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিক এ সাফল্যের পেছনে রয়েছে ফিনটেক প্রতিষ্ঠানটির কৌশলগত সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়ন, এবং ব্যবহারকারীদের আস্থা বৃদ্ধি। মোবাইল পেমেন্ট থেকে শুরু করে মাইক্রো-সেভিংস ও ঋণসেবার মতো বৈচিত্র্যময় খাতে সেবার বিস্তারের জন্য তাঁরা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছেন।
বিকাশ- এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ তার ব্যবসাকে টেকসই করতে সবসময়ই দীর্ঘমেয়াদী পুঁজি (পেশেন্ট ক্যাপিটাল) এবং প্রবৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে বিকাশ গত এক দশক ধরে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, পরিষেবা অবকাঠামো সম্প্রসারণ এবং কোটি গ্রাহকসহ বিভিন্ন অংশীদারদের মধ্যে ডিজিটাল লিটারেসি বাড়াতে ধারাবাহিক বিনিয়োগ করেছে। এই কৌশলগত উদ্যোগগুলোই সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব প্রবৃদ্ধিতে স্থিতিশীলতা এনেছে এবং ভবিষ্যতের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনের পথকে সুগম করবে বলে আমরা মনে করি।
বর্তমানে বিকাশ লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংকের হাতে। এর পর যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি’র রয়েছে ১৬.৪৫ শতাংশ, আলিপে সিঙ্গাপুর ই-কমার্সের ১৪.৮৭ শতাংশ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) ১০.৩৬ শতাংশ এবং এসভিএফ টু বিম-এর রয়েছে ৭.৩২ শতাংশ অংশীদারিত্ব। সারাদেশে বিকাশের সেবা নিচ্ছেন প্রায় ৮ কোটি গ্রাহক এবং তাদের সহায়তায় কাজ করছেন সাড়ে ৩ লাখেরও বেশি এজেন্ট। সেবামূল্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রতি হাজার টাকা ক্যাশ আউটের জন্য ১৮ টাকা ৫০ পয়সা এবং অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে ৫ টাকা করে চার্জ নিচ্ছে।
**কোটি মানুষের জীবনযাত্রার অনুষঙ্গ হয়ে উঠেছে বিকাশ
**বিকাশে রেমিটেন্স পাঠিয়ে মোটরবাইক পেলেন বিজয়ীরা
**কৃষকদের প্রণোদনা পৌঁছে দিচ্ছে বিকাশ
**৯ মাসে বিকাশ লাভ করেছে ২১৮ কোটি টাকা
**‘কার্ড টু বিকাশ অ্যাড মানি’-তে ডিজিটাল লেনদেন
**বিকাশ অ্যাপে নতুন সব ফিচারে সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা
**বিকাশ’র স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যত প্রজন্মকে
**অ্যাসপেন লিডার্স ফেলোশিপ পেলেন বিকাশ সিইও
**সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেলেন ‘বিকাশ’
**বিকাশে সঞ্চয় করছেন সাড়ে ৬ লাখ গ্রাহক
**সম্মাননা পেলেন বিকাশের আজমল হুদা
**‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু বিকাশের