লালমনিরহাটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের (বিএটি) তামাক ভর্তি ট্রাক থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যা )ব। বিএটির তামাকের ট্রাকে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। র্যা ব এ সময় তিনজনকে আটক করেছে। উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় রংপুর র্যা ব-১৩ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
র্যা ব ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় র্যা ব সদস্যরা চেক পোস্ট বসিয়ে তল্লাশি করেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যা ব-১৩ টিম অভিযান চলাকালে সিগারেট কোম্পানি বিএটির তামাক ভর্তি একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় র্যা ব সদস্যরা তামাকের মধ্যে লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা জব্দ করেন। একইসঙ্গে মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করেন।
সূত্র আরও জানিয়েছেন, তামাক ভর্তি ট্রাকটি বিএটির ডিপো গোডাউন থেকে তামাক নিয়ে কুষ্টিয়ায় বিএটির তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা জেএলটি নিয়ে যাওয়া হচ্ছিল। তামাক পরিবহনের পাশাপাশি গোপনে মাদক লুকিয়ে পাচার করা হচ্ছিল। এসময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে মো. অহিদুল ইসলাম, একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত মকবুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম ও একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে মো. শাবান আলী।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর নবী ইসলাম বলেন, ব্রিটিশ আমেরিকা ট্যোবাকোর গোডাউন থেকে তামাক নিয়ে ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তামাকবাহী ট্রাক ব্যবহার করে সংঘবদ্ধ একটি চক্র নিয়মিতভাবে গোপনে মাদক পরিবহন করছিলো। আটক করা ট্রাক থেকে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। গাঁজা উদ্ধারের ঘটনায় র্যা ব-১৩ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
বিএটির ডিপো ব্যবস্থাপক নাঈম হোসেন জানান, ট্রাকের তামাকগুলো আমাদের। কিন্তু উদ্ধার হওয়া গাঁজাগুলো আমাদের নয়। এর চেয়ে বেশি কিছু বলতে রাজী হননি তিনি। বিএটির ট্রাকে তামাকের আড়ালে গাঁজা পরিবহনের বিষয় নিয়ে জেলা জুড়ে তোলপাড় চলছে।