শেয়ারবাজারে বিনিয়োগকারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের জন্য বার্ষিক ফি ১৫০ টাকা চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি অর্থবছর (২০২৫-২০২৬) থেকে হিসাব রক্ষণাবেক্ষণের নতুন ফি কার্যকর হবে। হিসাব নবায়নের সময়সীমাও ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
হিসাব সংরক্ষণের ১৫০ টাকার ফি ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্ট এবং বিএসইসির মধ্যে সমভাবে ভাগ হবে, অর্থাৎ প্রত্যেকে ৫০ টাকা করে পাবেন।
নতুন ফি বাস্তবায়নের জন্য ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪-এর সংশোধন প্রস্তাব কমিশন সভায় অনুমোদন করা হয়েছে। জনমত ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে। আগে বিএও ফি ছিল ৪৫০ টাকা।
অপরদিকে, কমিশন সভায় প্রধান উপদেষ্টার নির্দেশনায় দেশি ও বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তি বিষয়ক বিশদ পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১১ মে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই কোম্পানিগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছিলেন।