বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক নিরাপত্তা পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক নিরাপত্তা পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। বুধবার তার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের সূত্রে জানা গেছে, শীতাংশু শেখর বিশ্বাস তার ফ্ল্যাটে বিনিয়োগকৃত অর্থ আয়কর নথিতে উল্লেখ করেননি। এ তথ্য গোপন করায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বিআরটিএর আরও কয়েকজন কর্মকর্তার আয়কর নথিও বর্তমানে তদন্তাধীন রয়েছে।