বাধ্যতামূলক ই-রিটার্ন দাখিল নিয়ে হাইকোর্টের রুল

ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ আদেশ নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এ আদেশ কেন আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত আইনসচিব, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১১ আগস্ট বিশেষ আদেশ জারি করে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া সব সাধারণ করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। যা গত ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়মে যাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তারা হলেন: ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যাদের অবশ্যই উপযুক্ত সনদপত্র জমা দিতে হবে), বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার আইনি প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে এই করদাতারা চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। এছাড়া, যদি কোনো সাধারণ করদাতা ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তবে ৩১ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে উপকর কমিশনারের কাছে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে তিনি পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন বলে বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে।

এই আদেশকে আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪) সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে চ্যালেঞ্জ করে গত ৩১ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

** ই-রিটার্ন পূরণে ব্যাংক থেকে চার তথ্য চায় এনবিআর
**১০ দিনে এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
**‘জিরো রিটার্ন এক্সট্রেমলি ডেঞ্জারাস, পাঁচ বছরের জেল’
**সব করদাতার অনলাইন রিটার্ন বাধ্যতামূলক
**প্রথম দিনে ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল
**বিদেশি নাগরিকদের ই-রিটার্ন বাধ্যতামূলক নয়
**রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
**‘ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি’
**১৫ লাখ ই-রিটার্নের ১০ লাখের করযোগ্য আয় নেই
**অনলাইনে ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর
**বায়োমেট্রিক্স সিম না থাকলেও ই-রিটার্ন দেয়া যাবে
**ই-রিটার্নে ভুল হলে ম্যানুয়াল রিটার্ন দেওয়া যাবে
**নিবন্ধন ১০ লাখ, ই-রিটার্ন ২ লাখ ছাড়িয়েছে
**২৩ দিনে ৫০ হাজার, জনপ্রিয় হচ্ছে ই-রিটার্ন
**লাখের ঘরে ই-রিটার্ন, শেষ সময়ে জমছে মেলা
**‘কোটি ই-টিআইনধারীর রিটার্ন দাখিল-কর আদায়ের নির্দেশ’
**‘প্রতি ১০০ জনের ৭০ জন-ই কর দেয়নি’
**অনলাইনে আয়কর রিটার্ন ১৭ লাখ ছাড়াল
**অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল
**অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দেওয়া যাবে
**রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, জরিমানা দিতে হবে
**কাল রিটার্ন জমার শেষ দিন:অনলাইনে জমা দিন
**রিটার্ন জমায় কর ছাড়ের সুযোগ যেসব খাতে
**এক ক্লিকে উৎপাদক প্রতিষ্ঠান দিতে পারছে ভ্যাট রিটার্ন
**রিটার্ন না দিলে ব্যাংক হিসাব তলব হবে: চেয়ারম্যান
**জুলাই থেকে সব রিটার্ন অনলাইনে, প্রস্তুতি শুরু

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!