আগামীকাল ২ জুন সোমবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে। বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসার খরচ কমানোর অংশ হিসেবে এই বাজেটেও কয়েকটি খাতে ভ্যাট বা মূসক অব্যাহতি দেওয়া হতে পারে। এনবিআর কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিতে গতিশীলতা আনতে কয়েকটি খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে।
এনবিআর ও অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। এলএনজি আমদানি পর্যায়ে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটি বিদ্যুৎকেন্দ্র ও কারখানার জ্বালানি খরচ কমাতে সহায়তা করবে।
শালপাতা, নারিকেলপাতা, খোলসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানে প্লেট (বাসন), বাটি, টেবিল ওয়্যারসহ বিভিন্ন ধরনের তৈজসপত্র বানানো হয়। এসব পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকে উৎসাহিত করতে আগামী বাজেটে উৎপাদনপর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। বর্তমানে এসব পণ্য উৎপাদককে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। সাধারণত এসব পণ্য বাসাবাড়িতে একবার ব্যবহারযোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হয়। বাজেটে যেকোনো ধরণের পাতা, ফুল বা বাকলের তৈরি প্লেট বাটিসহ সকল ধরণের তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হতে পারে। একইভাবে হাতে তৈরি মাটির তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হতে পারে। এসব পণ্য ঘর-অফিস সাজানোর কাজে ব্যবহার করা হয়। টেক্সাটইল গ্রেড পিট চিফসের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি থাকছে।
দেশীয় কোম্পানিকে সুরক্ষা দিতে বলপয়েন্ট বা কলমের আমদানি পর্যায়ে মূসক অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রদান করা হতে পারে। বর্তমানে ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া রয়েছে। আগামী অর্থবছর ২২ ইঞ্চির সঙ্গে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের ক্ষেত্রেও মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তবে মনিটর স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে এই মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লীজ রেন্টের বিপরীতে মূসক অব্যাহতির প্রস্তাব করা হতে পারে। স্যানিটারি ন্যাপকিনের ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রদান করা হতে পারে। প্যাকেটজাত তরল দুধের ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।
অপরদিকে, বর্তমানে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া রয়েছে। অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০২৫ শেষ হচ্ছে। এই অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হচ্ছে। সঙ্গে অব্যাহতির তালিকায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের অত্যাবশ্যকীয় কাঁচামাল হিসেবে ‘জিআই ফ্লাফ পাল্প আনথ্রেটেড’ অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়েছে।
** বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রণোদনার পরিকল্পনা
** গাড়ির নিবন্ধন ফিটনেস-নবায়নে অগ্রিম কর বাড়ছে
** করমুক্ত আয়সীমার সাথে বাড়ছে করের চাপ
** জমি বিক্রির অপ্রদর্শিত টাকা কর দিয়ে সাদা করা যাবে
** বাজেটে পুঁজিবাজারের জন্য পাঁচ সুখবর
** অটোরিকশায় নিয়ন্ত্রণ: মোটরের শুল্ক এক লাফে ১৫% হচ্ছে
** করছাড় বাতিলে শিল্প চাপে পড়বে, পণ্যের দাম বাড়বে