বাংলাদেশ বছরে ৪ হাজার কোটি টাকা কর পাচ্ছে না

বিজনেস বার্তা ডেস্ক: করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিশ্বের বিভিন্ন অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর স্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে, সে কারণে ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি ব্যক্তি আর করপোরেট প্রতিষ্ঠানগুলোও এই কাজ করে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানা যায়, কর ফাঁকির কারণে প্রতিবছর দেশ ৩৮ কোটি ৭৩ লাখ ডলার বা ৪ হাজার ২২১ কোটি টাকা (১ ডলার সমান ১০৯ টাকা হিসাবে) বঞ্চিত হচ্ছে। কর ফাঁকির কারণে প্রতিবছর দেশের যে ক্ষতি হচ্ছে, তার সামাজিক প্রভাব কম নয়। এটি সরকারের বার্ষিক স্বাস্থ্য বাজেটের ৩০ দশমিক ৩০ শতাংশ বা শিক্ষা বাজেটের ৬ দশমিক ১৯ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সরকারের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। সেই তুলনায় কর ফাঁকির কারণে ক্ষতি হওয়া ৪ হাজার ২২১ কোটি টাকা ১ দশমিক ৬১ শতাংশ হলেও ফাঁকি বন্ধ হলে এই অর্থ সরকারের কোষাগারে জমা হতো। তাতে সরকারের কিছুটা সক্ষমতা বাড়ত।

প্রতিবেদনের তথ্যানুসারে, দেশের বহুজাতিক কোম্পানিগুলো দেশকে ৩৬ কোটি ১০ লাখ ডলারের কর থেকে বঞ্চিত করছে; ব্যক্তি খাতে অর্থাৎ বিভিন্ন ব্যক্তির ফাঁকির কারণে ক্ষতি হচ্ছে ২ কোটি ৬০ লাখ ডলার। আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রতিবছর মুনাফা চলে যাচ্ছে ১৪৪ কোটি ৫০ লাখ ডলার। ফাঁকির কারণে দেশের বার্ষিক ক্ষতি হচ্ছে জিডিপির শূন্য দশমিক ১ শতাংশ।

বাংলাদেশের কর-জিডিপির অনুপাত ও বাজেট ব্যয় কম। আরও সুনির্দিষ্টভাবে বললে, বিশ্বের যেসব দেশে এই অনুপাত সবচেয়ে কম, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সে কারণে সরকারের পক্ষে অনেক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয় না। একদিকে কর আইনে নানা ধরনের ফাঁকির সুযোগ থাকায় সামর্থ্যবানেরা ফাঁকি দিয়ে যাচ্ছেন, অন্যদিকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। ফলে সরকারের সামর্থ্য বাড়ছে না।

ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, কর ফাঁকির সবচেয়ে অপরাধী হলো বহুজাতিক কোম্পানিগুলো। কারণ, বৈশ্বিক উৎপাদন ও আমদানি-রপ্তানির সিংহভাগই এদের মাধ্যমে হয়। তাদের কর ফাঁকির কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়, দেশে দেশে অসমতা বাড়ে। তাদের কারণে স্থানীয় পর্যায়ের ছোট কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হয়। অথচ কর্মসংস্থানের বেশির ভাগই এরা করে থাকে।

ওইসিডির তথ্য বিশ্লেষণ করে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক দেখাচ্ছে, বহুজাতিক কোম্পানিগুলো প্রতিবছর যেসব দেশে করের হার কম, সেসব দেশে ১ দশমিক ১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি ডলার মুনাফা পাচার করছে। তাতে বিভিন্ন দেশের সরকার প্রত্যক্ষ কর বাবদ বছরে ৩০১ বিলিয়ন বা ৩০ হাজার ১০০ কোটি ডলার হারাচ্ছে। দেশে দেশে কর ফাঁকি রোধে সরকার যেভাবে করপোরেট করহার হ্রাস করছে, তাতে প্রত্যক্ষ ক্ষতির তিন গুণ বেশি ক্ষতি হচ্ছে বলে গবেষকেরা হিসাব করেছেন। অঙ্ক করলে দেখা যাচ্ছে, এভাবে পরোক্ষ ক্ষতি হচ্ছে বছরে এক লাখ কোটি ডলার।

ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক মনে করছে, প্রতিবছর করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তির কর ফাঁকির কারণে ক্ষতি হচ্ছে ৪৭২ বিলিয়ন বা ৪৭ হাজার ২০০ কোটি ডলার। ২০৩০ সাল নাগাদ এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে মোট ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার।

অপরদিকে, বাংলাদেশিদের সম্পর্কে আরও কিছু তথ্য দিয়েছে নেটওয়ার্ক। তারা বলছে, বৈশ্বিক অফশোর সম্পদের মধ্যে বাংলাদেশিদের হিস্যা শূন্য দশমিক শূন্য ২ শতাংশ, যা দেশের জিডিপির শূন্য দশমিক ৬ শতাংশ।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) ফাঁস করা প্যান্ডোরা পেপারস নথিতে দেখা যায়, কীভাবে অফশোর কোম্পানি ব্যবহার করে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের (বিভিআই) মতো ট্যাক্স হেভেন বা নিম্ন করহারের দেশগুলোয় অর্থ পাঠাচ্ছেন সম্পদশালীরা। এসব স্থানে কোম্পানির মালিকের পরিচয় গোপন রাখা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!