বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন একটি ছাত্রসংগঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সংগঠনটির মূলনীতি হবে শিক্ষা, ঐক্য, মুক্তি এবং স্লোগান হিসেবে নির্বাচিত হয়েছে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
তবে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ‘পদ-পদবি’ নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ ও কোন্দল প্রকাশ্যে এসেছে। এ কোন্দল এক পর্যায়ে কয়েক দফার হাতাহাতিতে রূপ নেয়।নাম ঘোষণার মধুর ক্যান্টিনের ভেতরে ও বাইরে দুটি গ্রুপকে মুখোমুখি স্লোগান দিতে দেখা যায়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, মল চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন সংগঠনে তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, পদবঞ্চিত করা হয়েছে।বুধবার বেলা ৩টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর। এরই মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার একদল শিক্ষার্থী ‘বৈষম্য মানি না’ স্লোগান দিতে থাকেন।
ঢাকার বাইরে অবস্থিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা জানান, সংগঠনের পদ-পদবি নিয়ে বিরোধ মীমাংসা না হওয়ায় একদল শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছে।এসময় তারা ‘প্রাইভেটের রক্ত বৃথা যেতে দেব না, ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, জাবির সিন্ডিকেট ভেঙে দাও’ স্লোগান দেন।অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ডাকসু ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। তারা ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ এবং ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ স্লোগান দিতে থাকেন।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন। তারা মূল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে জনমত জরিপের মাধ্যমে নতুন ছাত্রসংগঠন গঠনের পরিকল্পনা জানান।ওই দিন আবু বাকের মজুমদার বলেছিলেন, নতুন সংগঠনটি দলীয় ছাত্র রাজনীতি থেকে মুক্ত থাকবে এবং ‘ছাত্র আগে, বাংলাদেশ আগে’ স্লোগানে কাজ করবে।