বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি

ইউএস স্টেট ডিপার্টমেন্ট

মার্কিন পররাষ্ট্র দপ্তর (ইউএস স্টেট ডিপার্টমেন্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের জুলাইয়ে অভ্যুত্থান এবং আগস্টে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও কিছু উদ্বেগ এখনও কাটেনি।

‘২০২৪ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস: বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের সময় বিভিন্ন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত—বেআইনি বা নির্বিচার হত্যা, গুম, নির্যাতন বা অমানবিক আচরণ, অযৌক্তিক গ্রেপ্তার বা আটক, বিদেশে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দমন-পীড়ন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের সীমাবদ্ধতা, সাংবাদিকদের ওপর হামলা বা হুমকি, অযৌক্তিক গ্রেপ্তার বা মামলা, এবং সেন্সরশিপ।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার সীমিত করা হয়েছে, শ্রমিক নেতা বা ইউনিয়ন সদস্যদের ওপর হামলা ও হুমকি চালানো হয়েছে, এবং শিশুশ্রমের সবচেয়ে ভয়াবহ রূপও লক্ষ্য করা গেছে। এছাড়া বলা হয়েছে, আগের সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক দায়মুক্তির সংস্কৃতি বিদ্যমান ছিল। সরকারি কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্য যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, তাদের শনাক্ত ও শাস্তি দেয়ার ক্ষেত্রে খুব কম কার্যকর পদক্ষেপ নেওয়া হতো।

সপ্তাহব্যাপী ব্যাপক ছাত্র আন্দোলন এবং পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানির পর, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তিন দিন পর, ৮ আগস্ট রাষ্ট্রপতি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে ‘প্রধান উপদেষ্টা’ হিসেবে শপথ করিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। আগের সরকারের পতনের পর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতাকে অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনের অনুযায়ী, গত জুলাই ও আগস্টে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে দেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার করেছে, যাতে অপরাধীদের বিচার নিশ্চিত করা যায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!