বাংলাদেশে অবৈধ বিদেশিদের শনাক্তে টাস্কফোর্স গঠন

বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, আর সদস্য সচিব হবেন বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিব।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো)।

টাস্কফোর্সের কর্মপরিধিতে বলা হয়েছে, এটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে কার্যক্রম সমন্বয় ও পরামর্শ প্রদান করবে। কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে ও সুপারিশ প্রণয়ন করতে পারবে। এছাড়া, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানানো ও কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!