পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব হ্রাস করতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চেয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। খবর এনডিটিভির।স্থানীয় সময় শুক্রবার ( ৭ মার্চ ) রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রসঙ্গে বলেছেন তিনি।
সাঙমার প্রস্তাবিত করিডোরটির দৈর্ঘ্য ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি হবে। এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বন্দরশহরের সঙ্গে যুক্ত করবে। মহেন্দ্রগঞ্জ ও হিলি, দুই শহরই বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এই করিডোরটি তৈরি হলে মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু এবং ডাউকি জেলার সঙ্গেও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন সম্ভব হবে, বলে জানান কনরাড।
মুখ্যমন্ত্রী জানান, যদি বাংলাদেশের মধ্যে দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে। এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডর। তবে এটি বাস্তবায়ন কবে হবে তা বলা কঠিন, কারণ এতে বাংলাদেশের সরকারের সম্মতি প্রয়োজন। বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এ বিষয়ে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছিল নয়াদিল্লির। তারা এই ইস্যুটি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।