বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা। এই অর্থ ব্যবহার করা হবে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় নিয়োজিত শিক্ষক ও কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে, যাতে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা নিশ্চিত করা যায়।

রোববার (৩ আগস্ট) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডির পক্ষে সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়ুন চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের আওতায় এডিবির এই অর্থ ব্যয় করা হবে। ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ থেকে ২০২৯ মেয়াদে বাস্তবায়িতব্য কর্মসূচিটির অনুমোদিত মোট ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ডলার। এর মধ্যে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি এবং বাকি অর্থ যোগান দেবে বাংলাদেশ সরকার। এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে, যার বার্ষিক সুদের হার নির্ধারিত হয়েছে ২ শতাংশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!