বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা

বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে সরকারি আদেশ অমান্য করা হয়েছে। এছাড়া আদেশের কপি ছিঁড়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে-এমন অভিযোগে ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বরখাস্ত হওয়া এসব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে আয়কর বিভাগের ৯ জন এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের ৫ জন কর্মকর্তা রয়েছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বেশিরভাগ এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ আহ্বানে চলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৯ জন হলেন-কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; কর অঞ্চল-২, ঢাকার বিভাগীয় প্রতিনিধি যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন; কর অঞ্চল-১৫, ঢাকার যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ; কর অঞ্চল কুষ্টিয়ার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান; কর অঞ্চল নোয়াখালীর যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; কর অঞ্চল কক্সবাজারের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান; কর অঞ্চল খুলনার উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম; কর অঞ্চল রংপুরের উপকর কমিশনার নুশরাত জাহান শমী; কর অঞ্চল কুমিল্লার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

কাস্টমস ও ভ্যাট বিভাগের বরখাস্ত হওয়া পাঁচজন কর্মকর্তা হলেন হলেন-উপ কমিশনার ও এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল; মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; অতিরিক্ত কমিশনার ও ন্যাশনাল সিঙ্গেল উিইন্ডো প্রকল্ডের উপ-প্রকল্প পরিচালক সিফাত-ই-মরিয়ম; ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া; খুলনা ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশর।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি, মির্জা আশিক রানা সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান সহ-সভাপতি, মুরাদ আহমেদ সহ-সভাপতি, মোনালিসা শাহরীন সুস্মিতা সহ-সভাপতি, সিফাত-ই-মরিয়ম সহ-সভাপতি, মো. শফিউল বশর যুগ্ম মহাসচিব, মো. সবুজ মিয়া সহ-কোষাধ্যক্ষ। এছাড়া ইমাম তৌহিদ হাসান শাকিল সদস্য, মোহাম্মদ শিহাবুল ইসলাম সদস্য, মো. শাহাদাত জামিল সদস্য, নুসরাত জাহান শমী সদস্য হিসেবে কমিটিতে ছিলেন।

পৃথক আদেশে বলা হয়েছে, ২২ জুন এনবিআর বদলির আদেশ জারি করে। এই বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

NBR Cefaration Photo 07

এনবিআর সূত্রমতে, ২১ ও ২২ জুন এনবিআর থেকে কর্মকর্তাদের পৃথক দুইটি বদলির আদেশ জারি করা হয়। এর মধ্যে ২১ জুন এনবিআরের দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব প্রথম সচিব, কাস্টমস ট্রান্সফার প্রাইসিং) আ আ ম আলীমুল ইহসান খানকে প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) ও প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলামকে আ আ ম আলীমুল ইহসানের পদে বদলি করা হয়।

অপরদিকে, ২২ জুন পাঁচজন উপকর কমিশনারকে তাৎক্ষনিক বদলির আদেশ জারি করে এনবিআর। এর মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, একজন এনবিআর, একজন কর অঞ্চল কুমিল্লা ও একজন কর অঞ্চল-১৬, ঢাকাতে কর্মরত। আদেশে বলা হয়েছে, উপকর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (সংযুক্তিতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল) থেকে ময়মনসিংহ কর অঞ্চল; উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে কর অঞ্চল-১৬, ঢাকা থেকে খুলনা কর অঞ্চল, উপকর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফকে এনবিআর থেকে বগুড়া কর অঞ্চল; উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চল এবং উপকর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, তাদের নতুন কর্মস্থলে ২৪ জুন মঙ্গলবার বা তার আগেই যোগ দিতে হবে এবং ২৩ জুন সোমবার বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

সূত্রমতে, দুইটি আদেশ জারির পর কোন কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান করেননি। তবে আন্দোলন করায় কর্মকর্তাদের ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ আচরণের অংশ হিসেবে এনবিআর থেকে বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তারা। ২৪ জুন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন শেষে প্রতিবাদের অংশ হিসেবে বদলির আদেশের কপি প্রকাশ্যে কর্মকর্তারা ছিঁড়ে উড়িয়ে দেন।

উল্লেখ্য, গত ২ জুলাই এনবিআরের কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ ও বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর আগের দিন ১ জুলাই রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়।

গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুটি বিভাগ করার অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা সব পক্ষের মতামতের ভিত্তিতে যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় ৬১ দিন ধরে আন্দোলন করেন। সর্বশেষ ২৮ ও ২৯ জুন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী সব কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও আয়কর অফিসের কার্যক্রম বন্ধ রাখা হয়। কাস্টম হাউস বন্ধ থাকায় এবং আন্দোলনের কারণে আমদানি-রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়ে। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে ঐক্য পরিষদ।

** বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, ২৫-২৬ কলম বিরতি
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে
** শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার
** এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন
** এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশের পরিকল্পনা
** মার্চ টু এনবিআর স্থগিত
** এনবিআরে দ্বিতীয় দিনেও চলছে শাটডাউন কর্মসূচি
** শাটডাউন ও মার্চ টু এনবিআর চলমান থাকবে
** এনবিআর আন্দোলন, রাতের মধ্যেই সমাধানের আশা
** অবরুদ্ধ এনবিআর, মুখোমুখি অবস্থান
** এনবিআর আন্দোলনে আওয়ামী ঘনিষ্ঠদের ইন্ধনের সন্দেহ
** আলোচনা প্রত্যাখ্যান, মার্চ-টু-এনবিআর ঘোষণা
** এনবিআর ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে সরকার
** বিএনপির নাম ভাঙিয়ে এনবিআরে আন্দোলন হচ্ছে
** ২৩ জুন কলম বিরতি, ৯-১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান
** সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি
** এনবিআর সংস্কার সমন্বয় করতে ছয় সদস্যের কমিটি
** ভ্যাট-কাস্টমস-করে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
** সমঝোতায় এনবিআর, কর্মসূচি স্থগিত হচ্ছে!
** ‘সব কিছু ভুলে গিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবো’
** ভুয়া স্ক্রিনশট ছড়ানো, ব্যবস্থা নেবে এনবিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!