বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে এনবিআর ক্রীড়া পরিষদ

বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এনবিআরের সদ্য গঠিত হওয়া ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (এনবিআর)। টুর্নামেন্টে অংশ নিতে এনবিআরসহ প্রতিটি কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউসের আলাদা ফুটবল দল থাকবে। যার মধ্য দিয়ে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগ এবং এনবিআরের কর্মচারীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হবে। সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এনবিআরের অষ্টম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ঢাকার ভেতরের সদস্যরা স্বশরীরে ও ঢাকার বাইরের সদস্যরা জুমে (ভার্চুয়াল) অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান ভূঁইয়া আসাদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মইনুল করিম। সভায় সংগঠনের লোগো, গঠনতন্ত্র, ওয়েবসাইট তৈরি, নতুন সদস্য অর্ন্তভূক্ত করা, ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সাব কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
NBR Crea Porishad 1
সভায় সংগঠনের সদস্যরা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও মন সতেজ থাকে। এই সংগঠনের উদ্দেশ্য হলো এনবিআরসহ এনবিআর সংশ্লিষ্ট সকল অফিসের সব কর্মচারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি ও সম্পর্ক উন্নয়ন। যার একমাত্র মাধ্যম খেলাধুলা। এনবিআরসহ এনবিআর সংশ্লিষ্ট সকল অফিসের কর্মচারীরা দেশের রাজস্ব সেবা ও রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এনবিআরের অধীনে চাকরি করলেও বছরের পর বছর একে অপরের সঙ্গে তেমন যোগাযোগ হয় না। এই খেলাধুলার মাধ্যমে সবার সঙ্গে সবার সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগের সেতু তৈরি হবে। কর্মচারীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে অতীতে কোনো সংগঠন তৈরি হয়নি। ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এই সেতু তৈরির জন্য এনবিআরের প্রথম কোনো সংগঠন হিসেবে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে। যাতে এনবিআরসহ প্রতিটি কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউসের কর্মচারীদের দ্বারা গঠিত নিজস্ব দল থাকবে, যারা টুর্নামেন্টে অংশ নেবেন। শুধু এই ফুটবল টুর্নামেন্ট নয়, সংগঠনের পক্ষ থেকে সারা বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। শুধু সদস্য, সদস্যের প্রতিটি পরিবারের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করতে বিভিন্ন ট্যুর আয়োজন করা হবে বলে সভায় আলোচনা হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন প্রতিটি কর্মচারীর কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে, যাতে রাজস্ব আহরণে ভূমিকা রাখবে। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহিদুল আলম, উপদেষ্টা মো. মুনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কাওছার আলম, সহ-সভাপতি মো. সোহেল রানা, শরীফ আহম্মেদ চৌধুরী, মিনু রহমান, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, জাকির হোসেন, সজীব হোসেন, নিবাস বারাই, অর্থ সম্পাদক রিপন চাকমা, দপ্তর সম্পাদক মো. সোহেল চৌধুরী, সাব্বির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
NBR Crea Porishad 2
২২ জুলাই ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (এনবিআর) গঠন করা হয়েছে। মূলত এনবিআর ও এনবিআর সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নতুন এই সংগঠন গঠন করেন। ৩ আগস্ট মৃত্যুবরণকারী সহকর্মী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত নিষ্পাপ শিশুদের স্মরণের মধ্য দিয়ে সংগঠনের প্রথম যাত্রা শুরু হয়। যাতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

** শ্রদ্ধাভরে মৃত সহকর্মী ও মাইলস্টোনে নিহতদের স্মরণ
** এনবিআরে নতুন সংগঠন, নেতৃত্বে আসাদ-মইনুল-শহিদুল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!