শনিবার (১০ মে) রাজধানী ঢাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল শুক্রবারের ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শনিবার (১০ মে) বেলা সাড়ে তিনটার দিকে জানান, রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এখন পর্যন্ত সব স্টেশনের তাপমাত্রা রেকর্ড আসেনি। তবে গতকালের চেয়ে তাপমাত্রা অনেক ক্ষেত্রে অপরিবর্তিত এবং কিছু কিছু জায়গায় বেশি হতে পারে।
তাপমাত্রা ৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি মৃদু তাপপ্রবাহ, ৩৮–৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০–৪১.৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
গত এপ্রিল মাসে দেশে তাপপ্রবাহ তুলনামূলকভাবে কম ছিল, আর মে মাসের শুরুতেও তাপমাত্রা স্বাভাবিক ছিল। তবে গত বুধবার থেকে বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল ৪৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়, যার মধ্যে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ছিল তীব্র তাপপ্রবাহ।