ফেরি থেকে পড়ে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ নিখোঁজ

বার্তা প্রতিবেদক: পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাটে ফেরি থেকে কচা বা সন্ধ্যা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে এক সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)। তার নাম আবদুল্লাহ হিল কাফি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ রয়েছে। তার সন্ধানে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরি দল। আবদুল্লাহ হিল কাফির একাধিক সহকর্মী ও ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বিজনেস বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি সাতক্ষীরা সার্কেল-২ কর্মরত রয়েছেন। আজ তার জন্মদিন। বিকেলে অফিস শেষে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল যাচ্ছেন তিনি। পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে একটি ফেরিতে তার গাড়ি তোলা হয়। বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তে ফেরির পল্টুন থেকে পা পিছলে কচা বা সন্ধ্যা নদীতে পড়ে যায়। সে সময় নদীতে প্রচুর স্রোত ছিলো। বিষয়টি সঙ্গে সঙ্গেই পিরোজপুর ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

293659719 602474958108976 4083389285960776053 n

ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছেন। এছাড়া বরিশাল থেকে ডুবুরির একটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। কাস্টমসের স্থানীয় টিমও ঘটনাস্থলে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুল্লাহ হিল কাফি নিখোঁজ রয়েছেন। এই কর্মকর্তা ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে। বিবাহিত জীবনে তার সাত বছরের এক ছেলে রয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।

আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানিয়েছেন, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ হিল কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ হিল কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েই ফেরিঘাটে এসে নিখোঁজ ব্যক্তির সন্ধানের চেষ্টা চালানো হয়। তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে নদীতে পুরোদমে সন্ধান চালাবে।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!