প্রিমিয়ার ব্যাংক ছাড়লেন ইকবাল ও তার ছেলে

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল (এইচ বি এম ইকবাল)। তিনি ১৯৯৯ সালে ব্যাংকটির প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তাঁর ছেলে এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালও পদত্যাগ করেছেন। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদ ছাড়ার পাশাপাশি, তাঁরা পরিচালক পদও ছেড়েছেন, বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১২ জানুয়ারি তাঁরা পদত্যাগপত্র জমা দেন এবং ১৪ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদন হয়। একই সময়ে পদত্যাগ করেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরীও। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর, এইচ বি এম ইকবালের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তাঁর আরেক ছেলে ইমরান ইকবাল।

জানা গেছে , এইচ বি এম ইকবাল স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। আর মঈন ইকবাল কোনো কারণ না দেখিয়েই পদত্যাগপত্র জমা দেন। তবে ব্যাংকটির ওয়েবসাইটে এখনো চেয়ারম্যান ও পরিচালক হিসেবে তাঁদের নাম রয়েছে।প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন এইচ বি এম ইকবাল ও তাঁর পরিবারের একাধিক সদস্য। গত অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, এইচ বি এম ইকবালের বিরুদ্ধে জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ঋণের নামে অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর পর, গত নভেম্বরে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও তাঁদের তিন সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সন্তানদের মধ্যে মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল ও নওরীন ইকবাল ছিলেন, যার মধ্যে দুই ছেলে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!