প্রিমিয়ার ব্যাংকের নিয়ন্ত্রণ হারাল ইকবাল পরিবার

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ এইচ বি এম ইকবালের পরিবারের সদস্যরা বাদ পড়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৯ আগস্ট) এক চিঠির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংককে এ সিদ্ধান্ত জানায়। একই দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আশা করছি নতুন পরিচালনা পর্ষদ ভালোভাবে দায়িত্ব পালন করবে।’

প্রিমিয়ার ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে উদ্যোক্তা শেয়ারধারী পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন আরিফুর রহমান। স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক ডিএমডি মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম। শর্ত অনুযায়ী নুরুল আলম প্রাইম ইনস্যুরেন্সের স্বতন্ত্র পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়ে প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হয়েছেন।

জানা গেছে, প্রিমিয়ার ব্যাংকের শেয়ারধারী পরিচালক আরিফুর রহমান দীর্ঘ তিন দশকের বেশি সময় মধ্যপ্রাচ্যে চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল (এইচ বি এম ইকবাল) প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। একই সময়ে তাঁর ছেলে ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালও পদত্যাগ করেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পাশাপাশি তাঁরা পরিচালক পদ থেকেও ইস্তফা দেন। তবে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ইকবালের আরেক ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল। উল্লেখ্য, ১৯৯৯ সালে ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই এইচ বি এম ইকবাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

চলতি বছরের এপ্রিল মাসে জব্দ করা ব্যাংক হিসাব থেকে অর্থ তুলে নেন এইচ বি এম ইকবাল। তাঁর মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংকই এ সুযোগ করে দেয় বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের মালিকানার পাশাপাশি ইকবাল প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান হিসেবে নানা ব্যবসায় যুক্ত আছেন। গ্রুপটির অধীনে রয়েছে পাঁচ তারকা হোটেল, রেস্তোরাঁ, সিমেন্ট কারখানা, মেডিকেল সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া তিনি দেশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি ইকবালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে।

** প্রিমিয়ার ব্যাংককে দেড় কোটি টাকা জরিমানা
** প্রিমিয়ার ব্যাংক ছাড়লেন ইকবাল ও তার ছেলে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!