নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হবে এবং সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে। তিনি আরও বলেন, এটি অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় আরও ভালো হবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম। সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট কমিশনগুলো আলোচনা করছে এবং সবাই আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, সাম্প্রতিক সময়ে যেসব স্পর্শকাতর ঘটনা ঘটেছে, তার প্রায় সবগুলোর সঙ্গেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি যে কোনো অপরাধ ঘটেছে অথচ অভিযুক্তদের ধরা হয়নি। প্রায় প্রতিটি ঘটনায়ই দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের বিষয়ে শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের মানুষও এ দেশেরই নাগরিক, তাদের সঙ্গে সরকার কোনো বৈষম্য করছে না। তবে যেসব ব্যক্তি সেদিন আইন হাতে তুলে নিয়ে সহিংসতায় জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। তিনি আরও বলেন, কেউ কেউ অভিযোগ করছেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে—এ বিষয়ে তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা গোপালগঞ্জে গিয়ে দেখে আসুন, সরকার সবকিছুই নিয়মতান্ত্রিক ও আইনগতভাবে করছে।
‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেল এইচ খান, গায়ক আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।