প্রকাশ্যে ঘুস গ্রহণ: সহকারী রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

ভ্যাট অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুস গ্রহণের অভিযোগে আব্দুল আলীম নামের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৭ জুলাই) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার শওকত আলী সাদী সই করা আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে রোববার আব্দুল আলীমের ঘুস গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের একটি গ্রুপের (NBR News & Views) মাধ্যমে ভাইরাল হয়।
ARO Abdul Alim 1
আদেশে বলা হয়েছে, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীম চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের আওতাধীন চট্টলা ভ্যাট বিভাগের অধীনস্থ হালিশহর সার্কেলে কর্মরত রয়েছে। এই সার্কেলে তিনি কর্মরত অবস্থায় ভ্যাটদাতা ও সেবা গ্রহীতাদের কাছ থেকে উৎকোচ (ঘুস) গ্রহণ করেন মর্মে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে প্রতীয়মান হয় যে, আব্দুল আলীম সরকারি দায়িত্ব পালনকালে তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেননি, যা একজন সরকারি কর্মচারীর নিকট হতে কোনভাবেই কাম্য হতে পারে না।

আরো বলা হয়েছে, এই কর্মচারীর এহেন কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২(খ) ও ৩(খ)-এ বর্ণিত অপরাধ এবং একই বিধিমালার বিধি ৪ অনুযায়ী শাস্তিযোগ্য। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাঁকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি সদর দপ্তরে নিয়মিত হাজিরা দিবেন এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

অপরদিকে, প্রকাশ্যে ঘুস গ্রহণ করায় মো. শাহরিয়ার রহমান নামে চট্টগ্রাম কাস্টম হাউসের একজন সিপাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৪ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার কাজী রায়হানুজ্জামান সই করা এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে সিপাই মো. শাহরিয়ার রহমানের সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুস নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আদেশে বলা হয়, সিপাই মো. শাহরিয়ার রহমান চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন সেকশন-৭(বি)-এ কর্মরত থাকাবস্থায় আমদানি-রপ্তানিকারকদের প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্যে উৎকোচ গ্রহণ করেন মর্মে নির্ভরযোগ্য সূত্র থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে প্রতীয়মান হয় যে, মো. শাহরিয়ার রহমান সরকারি দায়িত্ব পালনকালে তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেননি, যা একজন সরকারি কর্মচারীর নিকট হতে কোনভাবেই কাম্য হতে পারে না।

Sepoy Shahariar Rahman

এই কর্মচারীর এহেন কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২(খ) ও ৩(খ)-এ বর্ণিত অপরাধ এবং একই বিধিমালার বিধি ৪ অনুযায়ী শাস্তিযোগ্য। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাঁকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি এই দপ্তরের জনপ্রশাসন শাখায় নিয়মিত হাজিরা দিবেন এবং বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।

** অবৈধ সম্পদ: অতিরিক্ত কর কমিশনার মারুফ বরখাস্ত
** ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত
** ৩৯ করদাতার আয়কর ‘প্রধান সহকারীর’ পকেটে
** যাত্রী হয়রানি, তিন কর্মকর্তা বরখাস্ত, একজন ক্লোজড
** অস্ট্রেলিয়ায় পলায়ন: প্রথম সচিব তানজিনা বরখাস্ত
** ‘প্রভাবশালীকে’ বাঁচাতে ঘুসের টাকাসহ আটক মুকুলকে অবসর!
** রাজস্ব কর্মকর্তার ২৩ লাখ টাকা জব্দ, টাকার উৎস নেই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!