পেঁয়াজ সেঞ্চুরির কাছাকাছি, ডিম ১৫০

গত কয়েক দিন ধরে সবজি, ডিম ও পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে স্পষ্ট। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির ফলে ক্রেতাদের ডিম ও পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়, আর পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকা। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা গেছে, ফার্মের লাল ডিমের প্রতি ডজনের দাম ১৪৫ টাকা, যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি। তবে পাড়া-মহল্লায় একই ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অন্যদিকে, ফার্মের সাদা ডিম প্রতি ডজন লালের চেয়ে ১০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

একই বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৮৫ টাকা, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ২৫ টাকা বেশি। পাড়া-মহল্লায় এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। বাজারভেদে দামের তারতম্যও রয়েছে। অন্যদিকে, রায়ের বাজারে ফার্মের লাল ডিমের ডজনপ্রতি দাম ১৫০ টাকা এবং সাদা ডিমের দাম ১৪০ টাকা। খুচরা দোকানে ডিম একেকটি করে বিক্রি হচ্ছে ১৩ টাকায়। এই বাজারে পেঁয়াজের কেজি মূল্য ৮৫ টাকা।

গত কয়েকদিন ধরে ডিমের দাম বেড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন ডিম ব্যবসায়ী মনসুর আহমেদ। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা বাড়েছে। যেখানে গত সপ্তাহে একশত ডিমের দাম ছিল ১১০০ থেকে ১২০০ টাকা, বর্তমানে তা বেড়ে ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম প্রতি ৫০ থেকে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, ডিম উৎপাদনের খরচ বেড়েছে এবং সরবরাহও কিছুটা কমে গেছে।

পেঁয়াজ ব্যবসায়ী হোসেন মিয়া জানান, সারা বছর পেঁয়াজের দাম কম থাকে এবং বর্তমানে মৌসুমও শুরু হয়নি। তবে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বেড়েছে। তিনি বলেন, সরবরাহ কম হওয়ার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, তবে ভবিষ্যতে দাম আবার কমে আসবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!