পেঁয়াজ ব্যবসায়ীদের আয়কর নথি তলব

রোজার ঈদের পর পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। নিত্যপণ্যের বাজারে যারা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

এনবিআর সূত্রে জানা গেছে, শুরুতে পেঁয়াজ ব্যবসায়ীদের আয়কর নথি তলব করা হয়েছে। সারাদেশের কর অঞ্চল থেকে এসব নথি ঢাকায় আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে আনা হচ্ছে। এরই মধ্যে নিত্যপণ্য নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, ‘সম্প্রতি পেঁয়াজ নিয়ে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। অতি মুনাফা করছেন অনেক অসাধু ব্যবসায়ী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আমরা পেঁয়াজ ব্যবসায় যারা সিন্ডিকেট করছেন, তাদের কর নথি নিয়ে কাজ শুরু করেছি। তাদের করফাঁকি খোঁজা হচ্ছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!