পুতুলের ফাউন্ডেশনের কর অব্যাহতি বাতিল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি ও অনুদানের কর সুবিধা বাতিল করেছে।এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার সুবিধা দুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ৭৬ ধারা উপ-ধারা (৩) এর প্রদত্ত ক্ষমতাবলে সুবিধাদুটি বাতিল করা হলো। এই অবিলম্বে প্রজ্ঞাপন কার্যকর হবে।

গত নভেম্বরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে। এরপর ২৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাউন্ডেশনের ধানমন্ডির কয়েকটি ঠিকানায় অভিযান চালায়। তবে দুদক জানায়, এসব ঠিকানায় সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে।

দুদক বলছে, সায়মা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া অর্থ করমুক্ত করিয়েছেন, যা সরকারের বিপুল ক্ষতির কারণ হয়েছে।

২০১৪ সালে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়, যা মানসিক প্রতিবন্ধিতা, স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের সহায়তা করে। সায়মা ওয়াজেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!