পুঁজিবাজারে মূলধনি মুনাফার ওপর কর কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৪ নভেম্বর) এনবিআর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকাভুক্ত শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান আইনে শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে এই শেয়ার চলতি বছরের ১ জুলাই আগামী বছরের ৩০ জন সময়কালে বিক্রয় করে মূলধনি আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে করারোপ করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী, ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করের হার হলো ৩০ শতাংশ। কিন্তু সম্পদশালী করদাতাদেরকে প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হয়। এতে শেয়ার বাজার হতে অর্জিত মূলধনি মুনাফার ওপর বিদ্যমান আইন অনুসারে আয়কর ও সারচার্জ বাবদ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর প্রদেয় হয়।

৪ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার অর্জন পরবর্তী লেনদেনের সময়কাল নির্বিশেষে অর্থাৎ শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে অথবা ৫ বছরের পরে সকল ক্ষেত্রে শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনি আয়ের ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১ জুলাই হতে আগামী বছরের ৩০ জন সময়কালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি আয়ের পরিমাণ নির্বিশেষে ১৫ শতাংশ কর এবং করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার অধিক, ১০ কোটি টাকার অধিক, ২০ কোটি টাকার অধিক এবং ৫০ কোটি টাকার বেশি হলে প্রদেয় করের ওপর যথাক্রমে ১০ শতাংশ, ২০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন করদাতার ৫০ কোটি টাকার অধিক নিট সম্পদ থাকলে, শেয়ার বাজার হতে অর্জিত ৫০ লাখ টাকার অতিরিক্ত আয়ের ওপর তাকে ১৫ শতাংশ হারে কর। এবং প্রদেয় কর ১৫ শতাংশের ওপর ৩৫ শতাংশ অর্থাৎ ৫ দশমিক ২৫ শতাংশ সারচার্জসহ মোট ২০ দশমিক ২৫ শতাংশ কর ও সারচার্জ প্রদান করতে হবে। তবে করদাতার নিট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার কম হলে সারচার্জের হার ৩৫ শতাংশের পরিবর্তে কম হারে (১০, ২০ বা ৩০ শতাংশ) হতে পারে। সেক্ষেত্রে আয়কর ও সারচার্জের মোট হার নিট সম্পদের ভিত্তিতে ২০ দশমিক ২৫ শতাংশ হতে আরোও কম হবে।

এনবিআর বলছে, স্বাভাবিক ব্যক্তি করদাতাসহ অন্যান্য সকল করদাতার চলতি বছরের ১ জুলাই হতে আগামী ৩০ জুন সময়কালে (করবর্ষ ২০২৫-২৬), পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর প্রদেয় আয়কর ও সারচার্জ বাবদ সর্বোচ্চ করের হার ৪০ দশমিক ৫০ শতাংশ হতে কমিয়ে ২০ দশমিক ২৫ শতাংশ করায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবেন মর্মে এনবিআর মনে করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!