পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করায় ছাত্রদল নেতা বহিষ্কার

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দলের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রে প্রবেশের অভিযোগে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২৭ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা গেছে, সারাদেশের মতো বৃহস্পতিবার নোয়াখালীতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথাও বলেন। পরে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নিজেও তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ সানাউল্লাহকে সাময়িকভাবে দলের পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে সানাউল্লাহ জানান, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে তিনি পরীক্ষাকেন্দ্রে যান। কেন্দ্রটি নতুন হওয়ায় তিনি তার এক আত্মীয়কে দেখতে কক্ষে প্রবেশ করেছিলেন। তখনো পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। শিক্ষকদের অনুমতি নিয়ে কয়েক মিনিট তিনি সেখানে ছিলেন এবং কেবল আত্মীয়কে মানসিকভাবে সাহস জোগাতেই গিয়েছিলেন। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা বেআইনি কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না বলেও দাবি করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!