‘পক্ষপাত ছাড়া কাজ করলে কোনো সমস্যা হবে না’

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার এবং বন্দর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের প্রতি আমার আহ্বান, আপনারা আন্তরিকভাবে কাজ করুন। যদি পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করেন, তাহলে কোনো সমস্যা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের সেবা করলে জটিলতা সৃষ্টি হওয়ার কথা নয়।’

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর অনলাইন ডাটাবেজ সিস্টেমে বাজেট রিপোর্টিং, ঋণ ও প্রচ্ছন্ন দায় বিশ্লেষণসহ বিভিন্ন কার্যক্রম মূল্যায়নের প্রথম বছর পূর্তিতে সোমবার (৩০ জুন) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ‘আজ আমরা কিছুটা খুশি আছি। প্রধান উপদেষ্টাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনবিআরের বিষয়টি সমাধান হয়েছে, পোর্ট চালু হয়েছে। পরে আমি প্রধান উপদেষ্টাকে বললাম—উনি বললেন, ঠিক আছে, ওরা কথা বলুক।’

আন্দোলনে সম্পৃক্ত এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘প্রথমত, দুদক বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তাদের নিজস্ব নিয়ম-কানুন (টার্মস অব কন্ডিশন) আছে। প্রয়োজন হলে আপনারা সেটা তাদের কাছেই জানতে পারেন। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, এখন সরকার থেকে কোনো ধরনের হস্তক্ষেপ (ইন্টারফেয়ার) করা হয় না।’

তিনি বলেন, ‘আপনারা কি কখনও দেখেছেন অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে হস্তক্ষেপ করা হয়েছে? অন্তত আমার সময় তা সম্ভব হয়নি, কারণ আমি নিজেই সেখানে দায়িত্বে ছিলাম। তখন বাংলাদেশ ব্যাংক মূলত সরকারের নির্দেশেই চলত। যাঁরা তখন গভর্নর ছিলেন, তাঁরা আসলে ব্যাংকের স্বতন্ত্র প্রধান না হয়ে অনেকটা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তবে এখন সেই অবস্থা আর নেই।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘দুদক যদি সত্যতা পায়, তবে অবশ্যই অনুসন্ধান করবে। কিন্তু ভাবতে পারেন, এমন সময় এই কাজ কেন শুরু হলো? প্রতিদিন আমার কাছে দেশের বিভিন্ন লোক আসে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার বা ক্ষতির কারণে অসুবিধার কথা জানায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমি গতকাল অনেকক্ষণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি, আজও বেশ কয়েকজন ফোন করে জানিয়েছেন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের সঙ্গে বিরোধ থাকতে পারে, তবে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ করা কোনোভাবেই যৌক্তিক নয়।’

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের মাঝে মতবিরোধ থাকতে পারে, আমি অনেক আগে থেকেই তা বলেছি। কিন্তু পোর্ট বন্ধ করে দেওয়া তো প্রাইভেট সম্পত্তি নয়। আমি যদি আমার বিস্কুট ফ্যাক্টরি বা কোকাকোলা ফ্যাক্টরি বন্ধ করি, তা সরকারের অধীনস্থ নয়। পোর্ট সরকার পরিচালিত এবং এটি জনগণের অর্থে চলে। যাই হোক, এখন বিষয়টি সমাধান হয়েছে। আমি বলব, এর সমাধান কঠিন নয়। পাঁচজন উপদেষ্টা বিষয়টি শুনানি করে সহজেই সমাধান করবেন।’

আন্দোলনকারীদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা ভালোভাবে কাজ করুন। পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করলে কারও কোনো সমস্যা হবে না। আমি চাই সবাই স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে মানুষের সেবা করুক। এতে কারো সমস্যা হওয়ার কথা নয়। যারা আজ পর্যন্ত এভাবেই কাজ করেছেন, তাদের সমস্যা হয়েছে কি? যারা ভুল পথে গেছেন, তাদের একদিন অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে।

** ‘সব কিছু ভুলে গিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবো’
** ‘শাটডাউন কর্মসূচি করুক, কোন বৈঠক হবে না’
** এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন
** ঐক্য পরিষদ নেতাসহ ৬ কর্মকর্তা দুদকের জালে
** শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার
** দুইদিনেই আটকা ১৪ হাজার রপ্তানি কনটেইনার
** ‘সব কিছু ভুলে গিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবো’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!