সাইফ পাওয়ার টেকের সঙ্গে ১৭ বছরের চুক্তি শেষ হওয়ায় রোববার (৬ জুলাই) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) তাদের থেকে ছাড়ছে। আগামী সোমবার থেকে টার্মিনালটি বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করবে।
তবে আইনি কারণে সরাসরি নৌবাহিনীকে দায়িত্ব না দিয়ে, তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই চুক্তি সোমবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যে অবস্থিত এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের সিদ্ধান্তের পর বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি অনুমোদিত হয়েছে। বন্দর কর্তৃপক্ষ সোমবার ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে। একই দিন সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে। এরপর থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম ড্রাইডক এনসিটি পরিচালনা করবে। তিনি আরও বলেন, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে ড্রাইডকের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন জানান, নৌবাহিনীকে দায়িত্ব হস্তান্তরের জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যদিও এনসিটি থেকে সরে যাচ্ছে প্রতিষ্ঠানটি, তাদের কার্যক্রম চুক্তি অনুযায়ী সিসিটিতে অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে এনসিটি পরিচালনা করে আসছে সাইফ পাওয়ারটেক।
চট্টগ্রাম বন্দরে মোট চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে, যেগুলো হলো—চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি), এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ এনসিটি এককভাবে পরিচালনা করেছে।
** নৌবাহিনী নিতে পারে এনসিটি পরিচালনার দায়িত্ব
** এনসিটি ছাড়ছে সাইফ পাওয়ারটেক
** সাইফ পাওয়ারটেকের সম্পত্তি নিলামে
** করফাঁকি আর পাচার ৪৬ হাজার, গোপন ১০ হাজার কোটি
** ম্যানেজ করেই বন্দরে কাজ পান ‘সাইফ পাওয়ার’
** সাইফ পাওয়ারটেকের অভিযোগ তদন্ত করবে দুদক
** বন্দরের ‘ক্ষমতাধর’ সাইফ পাওয়ারটেক
** রাজস্ব ফাঁকি দিয়ে বন্দরে গাড়ি চালায় সাইফ পাওয়ারটেক
** বন্দরে সাইফ পাওয়ারটেকের সব ‘অনিয়ম-ই-নিয়ম’
** কমলাপুর আইসিডি: ঠিকাদার নিয়োগে শর্ত শিথিল চবকের
** করফাঁকি আর পাচার ৪৬ হাজার, গোপন ১০ হাজার কোটি