নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ী ও চাটখিলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা ও বিকেল ৫টার দিকে পৃথক কর্মসূচি পালিত হয়। সোনাইমুড়ী চৌরাস্তায় ব্লকেডের কারণে নোয়াখালী–কুমিল্লা ও চৌমুহনী–রামগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা স্থায়ী ব্লকেডের ফলে ওই সময়ে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কমিটির চাটখিল উপজেলা সভাপতি আনিস আহমেদ, পৌর বিএনপির সদস্যসচিব আহসানুল হক, জামায়াত নেতা জামাল উদ্দিন ও উপজেলা সংগঠক ফজলে রাব্বি।
বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে কোনো গণশুনানি ছাড়াই এ প্রক্রিয়া চলছে। বক্তাদের দাবি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাকে সমন্বয় করে ‘নোয়াখালী বিভাগ’ গঠন করতে হবে। অন্য কোনো জেলার নামে বিভাগ হলে তা প্রতিহত করা হবে।
অপর দিকে বিকেলে চাটখিল ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ঢাকা–রামগঞ্জ মহাসড়কে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেন।