নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় ঘটে। নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) এবং লামিয়া আক্তার (৯)। তারা সবাই একই পরিবারের সদস্য।
জানা গেছে, ওমানপ্রবাসী বাহার উদ্দিন নামে এক ব্যক্তিকে নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, ‘চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েকজন বাইরে বের হতে পারলেও সাতজন মাইক্রোবাসের ভেতরে আটকা পড়ে মারা যান। স্থানীয়রা তাদের জীবিত ভেবে হাসপাতালে নিয়ে যান, তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তা ঘটে যায়। এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধানে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।’
**নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
**সড়ক দুর্ঘটনার কবলে রোলস রয়েস
**লোহাগাড়ায় আবার দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৮
**পরিবারসহ বিজনেস বার্তার সহযোগী সম্পাদক আহত